আজ, , ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সুনামগঞ্জে পুলিশের সাথে ছাত্র-জনতার সংঘর্ষে আহত- ৪০

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও তাদের সাথে সহংতি জনতার সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ পায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় থেকে সংঘর্ষ শুরু হয়। পরে থেমে থেমে কোর্ট পয়েন্ট, জামতলা, আরফিনগর, পুরাতন বাস্টার্ডসহ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে সাধারণ শিক্ষার্থীকে উদ্দেশ্য করে পুলিশ পক্ষ থেকে টিয়ারগ্যাস, রাবার বুলেট। এসময় পুলিশকে উদ্দেশ্য করে শিক্ষার্থী সাধারণ জনতা ইটপাটকেল ছুড়ে।

দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কজন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে সংঘর্ষে চলাকালীন সময়ে আহতদের উদ্ধার করার সময় পুলিশের রাবার বুলেটের স্পীন্টারে এডভোকেট মাসুক আলমসহ বেশ কয়জন আইনজীবী আহত হওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ