আজ, , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেটে আবাসিক হোটেলে ৭ তরুণ-তরুণী আটক «» ছাতকে ডুবন্ত বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ «» বিয়ে করতে লাগবে না ট্যাক্স, কাবিননামায় থাকবে না ‘কুমারী’ শব্দ «» ‘স্বপ্নের’ নির্দেশে দাফনের ৭ দিন পর বাবার কবরের পাশে ভাইকে ফের দাফন! «» শান্তিগঞ্জে পুলিশের অভিযানে অভিযুক্ত ১২ জুয়াড়ী আটক «» পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ «» বিএনপির সদস্য নবায়ন ফি ২০ টাকা নির্ধারণ «» শিক্ষানুরাগী মিজানুর রহমান মামুনের গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড লাভ «» সিলেটে অসামাজিক কাজের দায়ে ১৬ ছেলে-মেয়ে আটক «» সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আব্দুল হক সভাপতি ও নুরে আলম সিদ্দিকী সম্পাদক নির্বাচিত





সুনামগঞ্জে পুলিশের সাথে ছাত্র-জনতার সংঘর্ষে আহত- ৪০

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও তাদের সাথে সহংতি জনতার সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ পায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় থেকে সংঘর্ষ শুরু হয়। পরে থেমে থেমে কোর্ট পয়েন্ট, জামতলা, আরফিনগর, পুরাতন বাস্টার্ডসহ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে সাধারণ শিক্ষার্থীকে উদ্দেশ্য করে পুলিশ পক্ষ থেকে টিয়ারগ্যাস, রাবার বুলেট। এসময় পুলিশকে উদ্দেশ্য করে শিক্ষার্থী সাধারণ জনতা ইটপাটকেল ছুড়ে।

দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কজন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে সংঘর্ষে চলাকালীন সময়ে আহতদের উদ্ধার করার সময় পুলিশের রাবার বুলেটের স্পীন্টারে এডভোকেট মাসুক আলমসহ বেশ কয়জন আইনজীবী আহত হওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ