ইয়াকুব মিয়া :: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ফরীদ আহমদ রেজা বলেন, হযরত রাসুলে পাকের হাদিসে স্পষ্ট রয়েছে, এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল; কিয়ামত কবে হয়ে? হযরত রাসুল (স.) জিজ্ঞেস করলেন; কিয়ামতের জন্য কি উপার্জন করেছো? সাহাবী উত্তর দিলেন; আপনার মহববত ছাড়া কিছু নেই। হযরত রাসুল (স.) বললেন; যে যার সাথে ভালোবাসা রাখে তার হাশর হবে তার সাথে। আমরা যারা চৌদ্দ শত বছর পরের মুসলমান এবং আমরা যারা মক্কা-মদিনা থেকে অনেক দূরে অবস্থান করি তাদের কথা হযরত রাসুল (স.) তাঁর সময়ে ‘আমার ভাইদের কথা আমি চিন্তা করছি’ বলে স্মরণ করেছেন। সাহাবীরা বলেছেন, ‘আমরা তো আপনার সামনে আছি।’ রাসুল (স.) বলেন, ‘তোমরা আমার সাহাবী, আমি তাদের কথা ভাবছি যারা আমায় দেখেনি, শুধু আমার কথা শোনে ঈমান নিয়ে আসবে।’ আজকে যারা আল্লাহ ও রাসুল (স.) এর মুহাব্বাতে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখছেন, নিজের সন্তানকে মাদরাসায় পড়াচ্ছেন দ্বীন শিখার জন্য, নিজেরা মাদরাসায় পড়ছেন বা পড়াচ্ছেন, মাদরাসাগুলোতে সাহায্য-সহযোগিতা করছেন তাদের হাশর-কিয়ামত হবে আল্লাহর রাসুল (স.) ও তাঁর সাহাবীদের সাথে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সৈয়দপুরে সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার তাকমিল ফিল হাদিসের ছাত্রীদের বোখারী শরিফ পাঠের সমাপনী অনুষ্ঠান ‘খতমে বোখারী ও দুআ মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডনের জনপ্রিয় ঐতিহ্যবাহি পত্রিকা সাপ্তাহিক সুরমার সম্পাদক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কবি ও কলামিস্ট অধ্যাপক ফরীদ আহমদ রেজা একথাগুলো বলেন। শুরুতে বোখারী শরিফের সমাপনী দারস প্রদান করেন মাদরাসার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী। সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার মুহতামীম
সৈয়দ মুমিন আহমদ মবনু’র সভাপতিত্বে ও নির্বাহী মুহতামীম হাফিজ মাওলানা মুহিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সৈয়দপুর হাড়িকোনা বালিকা মাদরাসার শিক্ষাসচিব মাওলানা শেখ হাম্মাদ আহমদ, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা জালাল আহমদ ইমদাদ, মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন, মাওলানা আজিজুর রহমান।
জগন্নাথপুরে সৈয়দপুর বালিকা মাদ্রাসায় খতমে বোখারী ও দুআা মাহফিল অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫, ৩:৩২ অপরাহ্ন |
পোস্টটি ৮৬ বার পড়া হয়েছে