আজ, , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» এলাকার সন্তান হিসেবে দলমতের ঊর্ধ্বে আশারকান্দিতে ভোট চান- সৈয়দ তালহা আলম «» ভাবিকে হত্যার ঘটনায় দেবর গ্রেফতার «» সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, নেতৃত্বে আওয়ামী লীগ «» টাকা চুরি করে শ্বশুরবাড়ি লুকিয়ে ছিল রাজু «» জগন্নাথপুরে সৈয়দপুর বালিকা মাদ্রাসায় খতমে বোখারী ও দুআা মাহফিল অনুষ্ঠিত «» শান্তিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ «» শান্তিগঞ্জের তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গানের আসর «» সুনামগঞ্জের হাওরে নতুন বছরের স্বপ্ন: পরিষ্কার নদী,পরিচ্ছন্ন আকাশ ও নবায়নযোগ্য শক্তি” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত «» খুলে দেওয়া হলো সিলেটের সব পাথর কোয়ারি «» সাবেক মন্ত্রী মান্নানসহ অনেককে জেল খাটানো মামলায় আপসনামা





টাকা চুরি করে শ্বশুরবাড়ি লুকিয়ে ছিল রাজু

ডেস্ক রিপোর্ট :: চোরাই টাকাসহ কেফায়েত হোসেন রাজু (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চুরি করে সে শ্বশুরবাড়ি লুকিয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ। রাজু সিলেটের দক্ষিণ সুরমার বারখলা গ্রামের মৃত হারুন উল্লাহ’র ছেলে। তার কাছ থেকে চোরাই ৩ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের সময় কোতোয়ালী থানাধীন কানিশাইল বড় মসজিদ সংলগ্ন রাজুর শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় জালালাবাদ থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর রাজুর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টায় দক্ষিণ সুরমার বারখলাস্থ ডা. শিহাবুল হোসেনের মালিকানাধীন বাসার ২য় তলার ৪নং রুমের রান্নাঘর থেকে চোরাই ৩ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। রাজু ওই বাসায় ভাড়া থাকতো। পুলিশ জানায়, রাজুর বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলা রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ