নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একাধিক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ। বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কটির একাধিক স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দিরাই রাস্তার মুখ (মদনপুর পয়েন্ট), উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এস্টেট ও আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস, যুগ্ম-সচিব আবদুল লতিফ খান। এসময় সুনামগঞ্জ সদর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ, ছাতক উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেনসহ আরো চার উপ-সহকারি প্রকৌশলী উপস্থিত ছিলেন। জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ অংশে ওয়েজখালী, নীলপুর, মদনপুর পয়েন্ট (দিরাই রাস্তার মুখ), উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, ডাবর পয়েন্ট, দামোধরতপী পয়েন্ট, বড়কাপন বাজার, জাউয়া বাজার, কৈতক পয়েন্ট, চৌকা পয়েন্ট, ধারণ বাজার, বুকারভাঙা ও গোবিন্দগঞ্জের বিশাল এলাকাসহ অন্তত ষোলটি স্থানের দুই পাশে অবৈধ স্থাপনা তৈরি করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ পরিচালনা করে সুনামগঞ্জ সওজ। বুধবার অভিযানের প্রথম দিনে সড়কটির শান্তিগঞ্জ অংশের উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা। প্রথম দিনের কার্যক্রম পাগলা বাজারে এসে স্থগিত করেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আবারও পাগলা বাজার থেকে পুনঃরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুনামগঞ্জ সদর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ বলেন, ‘আমরা আমাদের ধারাবাহিক অভিযান বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত রাখবো। আমাদের দুইটা সাবডিভিশন। সুনামগঞ্জ সদর সাবডিভিশনের আওতায় (শান্তিগঞ্জ উপজেলা) যতটুকু আছে ইতোমধ্যে উচ্ছেদ হয়েছে। আগামীকাল পাগলা বাজার থেকে আবারও ছাতক সাবডিভিশনের কাজ শুরু করবো।