আজ, , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সুনামগঞ্জ জেলা গীতিকার বাউল ও যন্ত্র শিল্পী ঐক্য পরিষদের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলা গীতিকার বাউল ও যন্ত্র শিল্পী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় যুক্তরাজ্য প্রবাসী গীতিকার শাহ শফিক উদ্দিনের উদ্যোগে শান্তিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা গীতিকার বাউল ও যন্ত্র শিল্পী ঐক্য পরিষদের সহ-সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে এবং বাউল আজিজ রেজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাউল সিরাজ উদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাউল আব্দুস সুবহান, গীতিকার এমরুল কয়েছ, কন্ঠশিল্পী কারী আব্দুল লতিফ, গীতিকার আব্দুস সামাদ, বাউল আনোয়ার রেজা, বাউল সাজিদ মিয়া, গীতিকার জিএম সালাম, বাউল আব্দুল খালিক, আব্দুল অদুদ, গীতিকার কলমধর, ঢোল বাদক তাজু সরকার, বাউল শামসুল হক, গীতিকার আলাই মিয়া, গীতিকার রশিদ আহমদ, গীতিকার মিলন মিয়া। এসময় উপস্থিত ছিলেন, ঢোল বাদক শফিক মিয়া, খালিক মিয়া, লোপন রবি দাস, সোহাগ, শাহ জামাল, মো. রাজিব, আশিক সরকার প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ