নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল গানের আসর। বুধবার (১৫ জানুয়ারী) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ঘন্টা ব্যাপী গান গেয়ে শুনালেন মেঠোসুর’র সম্পাদক কণ্ঠশিল্পী ও কবি বিমান তালুকদার ও লাল শাহ সংগীতালয়ের পরিচালক বাউল লাল শাহ। তাঁরা শিক্ষা-পরিবেশ ও দেশাত্ববোধক গানে মাতালেন শিক্ষার্থীদের। এসময় পুরো বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা গান শুনে উচ্চসিত হয়ে এবং পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও গান পরিবেশ করেন। তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদারের সভাপতিত্বে গানের আসরে বক্তব্য রাখেন, লেখক সংস্কৃতিকর্মী মহসিন হাবিব জেমস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থী পুলিশ সদস্য ক্লিপ্টন তালুকদার পাপন। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক খালেদা আক্তার, মেহের নিগার জেসমিন, আয়েশা আক্তার, কবি বৈদ্য দেব বাপ্পা তালুকদার, পুলিশ সদস্য (এসআই) গৌতম দাস, যন্ত্রশিল্পী আকাশ দাস, নিবুল দাস, সজীব দাস সহ প্রমূখ। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ে এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য আদর্শ মানুষ গঠনে খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই মেঠোসুরের সম্পাদক কণ্ঠশিল্পী ও কবি বিমাল তালুকদার ও লাল শাহ সংগীতালয়ের পরিচালক বাউল লাল শাহ সহ উপস্থিত সবাইকে।
শান্তিগঞ্জের তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গানের আসর
১৬ জানুয়ারি ২০২৫, ৩:০০ পূর্বাহ্ন |
পোস্টটি ১৩৯ বার পড়া হয়েছে