নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে জুয়া খেলার অপরাধে অভিযুক্ত ১২ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার(২১ জানুয়ারী) দুপুরে আটক জুয়াড়ীদেরকে জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে। দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জ থানা এলাকার বিভিন্ন হাট-বাজারে গোপনে একাধিক জুয়াড়ী চক্র জুয়ার আসর বসিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা খেলে আসতেছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার(২১ জানুয়ারী) ভোর রাতে শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) মোঃ সুলেমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহাতায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী গ্রামে জমির আলীর বাড়ী সংলগ্ন ইমন মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ টাকার বিনিময়ে তাস খেলারত অভিযুক্ত ১২ জুয়াড়ীকে আটক করেন এবং তাহাদের কাছে জুয়া খেলার ৩১১টি তাস, একটি কম্বল ও নগদ ২০,৩২০/-টাকা উদ্ধার করেন। আটকৃতরা হলো শান্তিগঞ্জ থানা এলাকার জামলাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ফয়সাল(৫০), একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মোঃ লিলু মিয়া(৪২), মৃত বিরাম উদ্দিনের ছেলে তাজ উদ্দিন(২৮), মৃত হাফিজুর রহমানের ছেলে মোঃ আক্তার হোসেন(২৬), মৃত একরাম হোসেনের ছেলে মোঃ ইজাজুল হক(৪০), আব্দুল করিমের ছেলে জুনেল আহমদ(৩৬), মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শাহীন আহমদ(২৮), আব্দুস সোবহানের ছেলে আলাউর রহমান(৪০), ইসকন্দর আলীর ছেলে শহিদ আলী(৪৫) ও মৃত সমর আলীর ছেলে রিপন আহমদ, নোয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জমির আলী(৫০) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হেলেন মিয়া(৫০)।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আকরাম আলী জুয়াড়ী আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতে চালান দেয়া হয়েছে। শান্তিগঞ্জ থানা এলাকায় মাদক ও জুয়াড়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
শান্তিগঞ্জে পুলিশের অভিযানে অভিযুক্ত ১২ জুয়াড়ী আটক
২১ জানুয়ারি ২০২৫, ৬:৪১ অপরাহ্ন |
পোস্টটি ৩৬৮ বার পড়া হয়েছে