আজ, , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সিলেটে আবাসিক হোটেলে ৭ তরুণ-তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে পুলিশের অভিযানে আরও ৭ তরুণ-তরুণী আটক হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে অসামাজিক কাজের দায়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ ঢাকা প্যালেস আবাসিক হোটেল থেকে তাদের আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। আটককৃতরা হলেন- জিবান আহমদ (২২), রুহুল আমিন (২৪), শফিকুল ইসলাম পাপ্পু (২৪), স্বপন মিয়া (৩৫), এনি বেগম (১৯), মেহের জাবিন নামিয়া (১৯) ও নিপা আক্তার তানিয়া (১৯)। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিন সুরমা থানার নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে একই দিন মহানগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের দায়ে দুই নারী ও দুই পুরুষকে আটক করে পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ