আজ, , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে জমিয়ত নেতার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখার সেক্রেটারি ও জামিয়া হামিদিয়া ইসলামীয়া মহিলা মাদরাসা কামারখালের মুহতামিম মাওঃ মুতিউর রহমান-এর পিতা শ্রীধরপাশা গ্রামের নিবাসী আব্দুল হক শনিবার (১৮ জানুয়ারি) বিকেল তিনটার দিকে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে জমিয়ত নেতা মাওঃ মুতিউর রহমানের পিতা আব্দুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারন সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওঃ আব্দুল মালিক চৌধুরী, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, বাংলাদেশ মানবাধিক কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু প্রমূখ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তাঁকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের জন্য আল্লাহর তাওফিক কামনা করেন। মরহুমের নামাজে জানাজা শনিবার রাত ৮টার দিকে নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন জমিয়ত নেতা মাওঃ মুতিউর রহমান। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এখানে ক্লিক করে শেয়ার করুণ