ছাতক সংবাদদাতা :: সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীঁ গ্রামে ডুবন্ত বাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে কামরাঙ্গীঁ গ্রামের কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের পিআইসি প্রকল্পের অধীনে ডেকার হাওরের কামরাঙ্গীঁ (কামরাঙ্গীঁ-১) গ্রামে নির্মাণাধীন বাঁধে পর্যাপ্ত পরিমাণ মাটি ভরাট করা হয়নি। কৃষকেরা অভিযোগ করেন, প্রকল্প কমিটির সভাপতি একলাছ মিয়া ও সদস্য সচিব জমির আলী সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে যথাযথ মাটি না দিয়ে অল্প পরিমাণে মাটি ফেলে গর্ত ভরাট করছেন। এতে বৃষ্টি হওয়ার পরপর মাটি দ্রুত গলে যাওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামের কৃষকেরা আরও জানান, ডেকার হাওরের ফসল রক্ষার একমাত্র বাঁধটি কামরাঙ্গীঁ সড়ক। এটি ভেঙে গেলে কয়েকটি হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেন, গত ৩১ ডিসেম্বর পিআইসি প্রকল্পের মাটি কাটা বন্ধ রেখে কমিটির সদস্য জমির আলীর বাড়ির রাস্তায় মাটি ভরাট করা হয়। পিআইসি কমিটির সভাপতি একলাছ মিয়া ও সদস্য সচিব জমির আলী তাদের ব্যক্তিগত স্বার্থে প্রকল্পের মাটি ব্যবহার করেছেন। এছাড়া, জমির আলী ও একলাছ মিয়ার বিরুদ্ধে পূর্বেও পিআইসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে।
গ্রামবাসীর দাবি, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কামরাঙ্গীঁ পঞ্চায়েতকে তোয়াক্কা করে কাজ পরিচালনা করছেন। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, “বাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।