আজ, , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেটে আবাসিক হোটেলে ৭ তরুণ-তরুণী আটক «» ছাতকে ডুবন্ত বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ «» বিয়ে করতে লাগবে না ট্যাক্স, কাবিননামায় থাকবে না ‘কুমারী’ শব্দ «» ‘স্বপ্নের’ নির্দেশে দাফনের ৭ দিন পর বাবার কবরের পাশে ভাইকে ফের দাফন! «» শান্তিগঞ্জে পুলিশের অভিযানে অভিযুক্ত ১২ জুয়াড়ী আটক «» পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ «» বিএনপির সদস্য নবায়ন ফি ২০ টাকা নির্ধারণ «» শিক্ষানুরাগী মিজানুর রহমান মামুনের গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড লাভ «» সিলেটে অসামাজিক কাজের দায়ে ১৬ ছেলে-মেয়ে আটক «» সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আব্দুল হক সভাপতি ও নুরে আলম সিদ্দিকী সম্পাদক নির্বাচিত





বিয়ে করতে লাগবে না ট্যাক্স, কাবিননামায় থাকবে না ‘কুমারী’ শব্দ

ডেস্ক রিপোর্ট :: বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একই সঙ্গে বিয়ের কাবিননামায় ‘কুমারী’ শব্দ প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি, বিয়ের কাবিননামায় এখন থেকে শুধু অবিবাহিত শব্দ থাকবে। আইন উপদেষ্টা বলেন, ৩৬ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যয়ন করে। গত ১৩ ডিসেম্বর থেকে এই সত্যায়ন প্রক্রিয়া অনলাইনভিত্তিক করা হয়েছে। তাই ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করার জন্য জনগণকে আর লাইনে দাঁড়াতে হয় না। শুনেছি আমাদের আইন মন্ত্রণালয়ের সামনে দীর্ঘ লাইন থাকতো সত্যায়ন করার জন্য। বর্তমান পদ্ধতিতে ঘরে বসে কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। তিনি বলেন, এই পদ্ধতিতে সত্যায়নের পর বাংলাদেশি নাগরিকদের বিদেশি দূতাবাসে সার্ভিস ফি দিয়ে সত্যায়ন করা লাগছে না। হিসাব অনুযায়ী বছরে জনগণের ৫০০ থেকে ৭০০ কোটি টাকা বেঁচে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ফৌজদারি কার্যবিধির আরও কিছু এরিয়া চিহ্নিত করেছি। ১৫ থেকে ২০টি এরিয়া ইতিমধ্যে চিহ্নিত করেছি। আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী ছয় মাসের মধ্যে করবো। আমাদের যে প্রত্যাশা সবগুলো সংস্কার করে যাবো। আসিফ নজরুল বলেন, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ সংস্থার কমিশন করা হয়েছে। তাদের সাহায্য নিয়ে আমরা এ কাজগুলো করার চেষ্টা করছি। যাতে একটা সমন্বয় থাকে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ