jagannathpurpotrika-latest news

আজ, , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেট বিভাগের ১০ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা «» শিশুর পায়ের অংশ নিয়ে কুকুরের ছোটাছুটি, গর্তে মিলল ৩ লাশ «» ভিক্ষুক ও হিজড়াদের চাঁদাবাজি বন্ধে স্মারকলিপি «» বাল্যবিবাহ থেকে কিশোরীর রক্ষা, কনের বাবাকে জরিমানা «» এইচএসসি পরীক্ষার সময় পরিবর্তনের দাবি «» বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন «» তাহিরপুরে জনমত জরীপে এগিয়ে কাপ-পিরিচ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল হোসেন «» যুক্তরাজ্যে নতুন যে সুযোগ দিচ্ছে «» শান্তিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা «» কঠোরভাবে বাজার মনিটরিং শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর



চিরকোট লিখে রেখে নিজের প্রাণ নিলেন মসজিদের মুয়াজ্জিন

ডেস্ক রিপোর্ট :: সিলেটের শাহপরাণ এলাকায় এক মসজিদের মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন। মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯) নামের ওই তরুণ শাহপরাণ থানাধীন শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

 

তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে। আত্মহত্যার আগে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন চিরকুট লিখে রেখে গেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালের ঝুলন্ত লাশ উদ্ধার করে। দিলাল তাঁর থাকার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন- কী কারণে এই মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তিনি একটি কাগজে লিখে রেখে গেছেন- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। লাশের ময়না তদন্ত হচ্ছে, শেষ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ