আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





রাজনগর উপজেলা নির্বাচন কাল, ভোট যুদ্ধে এগিয়ে আহমদ বেলাল

নিজস্ব প্রতিবেদক :: দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের নির্বাচন কাল ২১ মে। রোববার রাতে প্রচার প্রচারণা শেষ হয়েছে নির্ঘুম রাত পার করা এ সকল প্রার্থীদের। এবার রাজনগর উপজেলা নির্বাচনে ৩ পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান (কাপ-পিরিচ), সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমেদ (মোটরসাইকেল) ও আহমদ বিলাল (আনারস) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়িয়েছেন। সরেজমিনে দেখা যায়, আহমদ বেলাল-এর (আনারস) প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবার চেয়ারম্যান পদে আহমদ বেলাল ভোটের মাঠে এগিয়ে রয়েছেন বলে ভোটাররা জানান।

 

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরো ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রাজনগর উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন। উপজেলায় মোট ৬৭টি ভোট কেন্দ্র রয়েছে।

 

জেলা রিটানিং কর্মকর্তা মোঃ আব্দুস সালাম চৌধুরী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ