আজ, , ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ভারতে শেখ হাসিনার আশ্রয় দিল্লির ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ «» জগন্নাথপুরসহ সুনামগঞ্জের ছয় থানার ওসি বদলি «» সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার «» শান্তিগঞ্জে প্রবাসী জেলা যুবদল নেতাকে সংবর্ধনা «» সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ৯ জনকে ধরে পুলিশে দিলো জনতা «» সুনামগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন «» শান্তিগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ «» মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, প্রাণ গেল যুবকের «» লন্ডনে অবৈধ অভিবাসী ধরার ঘোষণায় বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ «» সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা





শান্তিগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ অুষ্ঠানের মাধ্যমে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রতিষ্ঠানটি। কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানটি বাস্তবায়ন হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী। প্রতিষ্ঠানটির কলেজ শাখার প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।

 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির প্রভাষক শরাফত উল্লাহ, সুমন কুমার দাশ, শের জাহান, সহকারি শিক্ষক হেলাল আহমদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছামির আহমদ, তানহা আক্তার বুশরা, হাফিজা আক্তার, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী মায়মুনা বেগম।

 

এসময় উপস্থিত ছিলেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, মৌমিতা ভট্টাচার্য, সহকারি শিক্ষিক মুহম্মদ শাহ জাহান, রুবী রানী তালুকদার, মৃদুল চন্দ্র তালুকদার, মো. জজ মিয়া, রেজুয়ানুল হক, মাও. তাজুল ইসলাম, মাসুদুল হক মাসুদ, শতরূপা চক্রবর্তী, ওবায়দুল হক মোনেম, এলি আক্তার, ফাহমিদা আক্তার মনি, নন্দিতা দে বাবলী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাফওয়ান মাহমুদ উজ্জ্বল, মাহিন মোর্শেদ, জুমন আহমেদ, আল-জামিল সিজান, মাজহারুল ইসলাম, প্রিতম সূত্রধর, সাব্বির আহমদ, হাফিজুর আল হাসান ও সাকিব আহমদ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহীনুর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন- দ্বাদশ শ্রেণির ছাত্রী রিমা দাশ। এরপর নবীন শিক্ষার্থীদেরকে ফুলের তোরা দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এসময় নেহার কালেকশনের পক্ষ শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ তুলে দেন প্রতিষ্ঠানটির কর্ণধার আমিন উদ্দিন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী কর্তৃক উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ