আজ, , ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





রাসুল (সা:) এর আদর্শে জীবন গড়ি

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

ভালো কাজ করে যাও,
মানুষের কাছে মূল্য না পাও,
রাসুল (সা:) এর আদর্শে জীবন গড়ে যাও,
কোরআনকে সংবিধান মেনে নাও,
ইহকাল ও পরকালে শান্তির বাতাস পাও।

কর্মগুণে মানুষকে নাড়াও ছাড়াও,
শয়তান প্রকাশ্য শত্রু মা’আবুদ বুঝ দাও,
বুঝেও বুঝেনা মানুষকে কেন হাসাও কাঁদাও,
হিংসা ছেড়ে ভ্রাতৃত্ববোধ জাগাও,
তখন হবে সুন্দর জীবন শান্তির ছায়া নাও।

কোরআন হাদীসের আলোকে জীবন সাজাও,
পরনিন্দা করে যে জীবন হয় পাও,
ভূল ত্রুটি মা’আবুদ ক্ষমা করে দাও,
অন্যের দোষ না খোঁজে নিজের জীবন সাজাও,
আখারাতের জীবন শান্তিময় করে নাও।

 

লেখক:- কাজী ও সাংবাদিক, মোবাইল 01748-800719

এখানে ক্লিক করে শেয়ার করুণ