আজ, , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮০০

ডেস্ক রিপোর্ট :: লেবাননে এক ভয়াবহ বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই হাজার ৮০০ জন। নিহতের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশজুড়ে পেজার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরা ও গার্ডিয়ানের

 

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, দেশজুড়ে গোষ্ঠীটির সদস্যদের ব্যবহৃত যোগাযোগ ডিভাইস (পেজার) একযোগে বিস্ফোরণে এক মেয়ে ও তাদের দুই যোদ্ধা নিহত ও বহু লোক আহত হয়েছেন। গোষ্ঠীটি এ হামলার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছে।

সরকারের এক মুখপাত্রও এ বিস্ফোরণের জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন। তিনি বলেন, পেজার বিস্ফোরণের জন্য ইসরাইল দায়ী। এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন।

রয়টার্সের তিমুর আজহারি জানান, লেবাননের তথ্যমন্ত্রীও ‘ইসরাইলি আগ্রাসনের’ নিন্দা জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ