নিজস্ব প্রতিবেদক :: সিলেট-সুনামগঞ্জ সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশের অভিযানে ট্রাক ভর্তি ভারতীয় চকলেট, কক্সমেটিকসসহ ৮লক্ষাধিক টাকা মুল্যের মালামাল আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ছাতক উপজেলাধীন জয়কলস হাইওয়ে থানার সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে সুনামগঞ্জগামী মালামাল ভর্তি ট্রাকটি (রেজিঃ নং-ঢাকা মেট্রো -ন-২১-৫৯১৮) আটক করতে সক্ষম হয় পুলিশের টহলরত একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কবির। সেই সাথে ট্রাক চালক ও হেলপারসহ চার ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার বাগমারা গ্রামের রফিক ফকিরের ছেলে সাইফুল আলম (৩৭), একই উপজেলার বাগাখানা গ্রামের আবুল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৩৬), পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে ট্রাক চালক রুবেল মিয়া (৩০) ও একই উপজেলার ছোট বিঘাই গ্রামের বশির শিকদারের ছেলে ট্রাক হেলপার মো, রাশেদ।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও ভারতীয় পণ্যসহ প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। চালক-হেলপারসহ গ্রেফতারকৃত চার ব্যক্তিকে ছাতক থানার মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।