ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের বাহুবলে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর বাজার বিশ্বরোড পয়েন্টে সমাবেশ করেন তারা। এসময় উভয় পার্শ্বে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে বক্তব্য রাখেন তোফায়েল আহমদ, চয়ন আহমদসহ বিভিন্ন শিক্ষার্থীরা।


সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
১৬ জুলাই ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন |
পোস্টটি ১০৮ বার পড়া হয়েছে






