আজ, , ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেট মদন মোহন সরকারি কলেজ হিসাব বিজ্ঞান ক্লাব’র ঈদ পূণর্মিলনী «» ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই : বন্ধুসহ গ্রেফতার ২ «» ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে স্বস্তির পরিবেশ ফিরেছে «» মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা «» কোচিংয়ে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিললো খালে «» দিরাইয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভা «» পুলিশের কাছে ভারি ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা «» নববধূর সাজপোশাক পছন্দ না হওয়ায় বরপক্ষকে পিটুনি «» দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা «» প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের





বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক কারাগারে

ডেস্ক রিপোর্ট :: শরীয়তপুরের গোসাইরহাটে বিয়ের প্রলোভনে দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আল আমিন রাড়ি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে বুধবার দুপুরে অভিযুক্ত আল আমিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল আমিন উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চর মাইজারী গ্রামের আবেদ আলি রাড়ির ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ৪ মাস আগে আল আমিন তার ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে তার সঙ্গে উপজেলার আলাওলপুর এলাকার ৮ম শ্রেণিতে পড়ুয়া কিশোরীর (১৫) পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরে বেড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই বাড়িতে গিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন আল আমিন। তবে বিয়ের কথা বললে আল আমিন তার মা-বাবার সঙ্গে কথা বলবে বলে চলে যান। সর্বশেষ গত ২৫ মার্চ রাত ৯টার দিকে কিশোরী পড়ার সময় গোপনে ঘরে ঢুকেন আল আমিন। বিয়ে আমি তোমাকেই করবো বলে তার সঙ্গে জোর করতে থাকেন তিনি। পরে টিকতে না পেরে একপর্যায়ে কিশোরী চিৎকার চেচামেচি করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং আল আমিনকে ধরে ফেলেন। এরপরে অভিযুক্ত আল আমিনের পরিবারের লোকজন আসতে বললে তারা এসে দুপক্ষের সালিশ বসে। এতে সিদ্ধান্ত হয় এক সপ্তাহ পর দুজনের বিয়ে হবে। এদিকে সপ্তাহ পার হলেও বিয়ের কোনো আলাপ না করে কিশোরীর পরিবারকে হুমকি দিয়ে আসছে আল আমিন। এ বিষয়ে মামলা করলে খুন করে লাশ গুম করে দেবেন বলে হুমকিও দেওয়া হয়। পরে পরিবারের সহযোগীতায় কিশোরী বাদী হয়ে গোসাইরহাট থানায় আল আমিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্ত আল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ