আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





শান্তিগঞ্জে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের হামলা, টাকা-মোবাইল লুট

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে জাহিদুল ইসলাম (২৬) নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন জাহিদুল। তিনি পশ্চিম পাগলার চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের আব্দুস সোবহানের ছেলে। গত সোমবার দিবাগত রাত ১টায় পাগলা বাজার সংলগ্ন চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের রাস্তায় এঘটনা ঘটে। তিনি পাগলা বাজারে বিকাশ, নগদ, রকেটের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছেন।

হামলার শিকার জাহিদুল ইসলামের বড় ভাই পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম জানান, ‘গত সোমবার রাতে নিত্যদিনের মত ব্যবসা কার্যক্রম শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদুল। চন্দ্রপুর (কোনারবাড়ি) রাস্তায় পৌঁছালে ৩-৪ জন মুখোশধারী তার উপর হামলা চালায়। এসময় তার মাথা ও ঘাড়ে লোহার শাবল দিয়ে আঘাত করে হামলাকারীরা। লোহার আঘাতে গুরুতর আহত হয়ে জাহিদুল মাটিতে লুটিয়ে পড়লে তাঁর সাথে থাকা ৩ লক্ষ টাকা ও ব্যবসার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন লুট করে হামলাকারীরা।’

শফিকুল ইসলাম আরোও জানান, ‘খবর পেয়ে আমাদের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা কী কারণে এ হামলা চালিয়েছে তা তিনি বলতে পারেননি। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘হামলার খবর পেয়েছি। এব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ