নিজস্ব প্রতিবেদক :: মসজিদে কথা-কাটাকাটির জেরে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সিলেটের জৈন্তাপুর উপজেলার কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদ মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চিকনাগুল ইউনিয়নের কহাইগড় প্রথম খণ্ড গ্রামের আব্দুল খালিকের ছেলে শাহিন আহমেদ ফেরদৌস (৪০), ফারুক আহমেদ (৩০), একই গ্রামের হাজি রহমত আলীর ছেলে জবাবে আহমেদ (৩৫) ও ইকবাল আহমেদ (৪০)।
অপরপক্ষের একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাবেক মেম্বার ফরিদ আহমেদ (৫৫) ও শরিফ আহমেদের ছেলে সোয়েব আহমেদ (৩২)।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাদ জুমা কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ–পরবর্তী মহল্লায় নতুন এক বাসিন্দাকে মহল্লায় ওঠানোর বিষয় নিয়ে দুপক্ষের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসলে সংঘর্ষ হয়। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। আহত ব্যক্তিরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দুপক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।