কাজী জমিরুল ইসলাম মমতাজ :: ৩৩কেভি লাইন মেরামত এবং রাইট অফ ওয়ে কাজের জন্য আগামীকাল শনিবার ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ- শান্তিগঞ্জ অফিস। গণমাধ্যমে পাঠানো জরুরি বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী পহেলা মার্চ শনিবার ৩৩কেভি লাইন মেরামত এবং রাইট অফ ওয়ে কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন(জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ (শান্তিগঞ্জ অফিস) আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।


শান্তিগঞ্জে ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন|
পোস্টটি ১৪১ বার পড়া হয়েছে






