ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শালিস বৈঠকে ন্যায়ের পক্ষে রায় প্রদান করায় হামলার শিকার হয়েছেন বারিক উল্লাহ নামের এক প্রবীণ শালিসি ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, হবিবপুর আশিঘর গ্রামের মিনহাজ মিয়া ও আবু বক্কর এর লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে সম্প্রতি-স্থানীয় শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ন্যায়ের পক্ষে রায় প্রদান করেন প্রবীণ শালিসি ব্যক্তি বারিক উল্লাহ। ফলে বিরোধটি নিস্পত্তি হলেও শালিসি ব্যক্তি বারিক উল্লাহ মিনহাজ পক্ষের রোষানলে পড়ে যান।
এরই জের ধরে ৫ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয় পেরুয়া ব্রিজের উপর মিনহাজ পক্ষের হামলায় গুরুতর আহত হন শালিসি ব্যক্তি বারিক উল্লাহ (৭৬)। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের মিনহাজ মিয়া সহ ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
আহত শালিসি ব্যক্তি বারিক উল্লার পুত্র সামাজিক ব্যক্তিত্ব শাহিন মিয়া বলেন, আমার বাবা স্থানীয় বিচার পঞ্চায়েতে সব সময় ন্যায়ের পক্ষে কথা বলেন। তাই বলে একজন প্রবীণ মানুষকে মারপিট করা কোন অবস্থায় কাম্য নয়। তবে বড় ধরণের সংঘর্ষ এড়াতে আইনের আশ্রয় নিয়েছি। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জগন্নাথপুরে হামলায় আহত প্রবীণ শালিসি ব্যক্তি
৬ এপ্রিল ২০২৪, ১১:৫০ অপরাহ্ন |
পোস্টটি ৩২২ বার পড়া হয়েছে