jagannathpurpotrika-latest news

আজ, , ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» যুক্তরাজ্যের ভিসা সহজ হচ্ছে বাংলাদেশিদের জন্য ! «» চেয়ারম্যান পদে বাবা-ছেলে ভোট যুদ্ধে মাঠে «» জগন্নাথপুরে বিরোধীয় ভূমি পরিদর্শনে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের প্রতিনিধি দল «» মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু «» সৈয়দপুর দরগাহ জামে মসজিদ নির্মাণ- সংস্কারে সমালোচনার অবসান চাই «» সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত «» সিলেট সদর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তায় ও ভোটের মাঠে অধ্যক্ষ সুজাত আলী রফিক এগিয়ে «» সুনামগঞ্জে অ্যারাউন্ড দ্যা ভিলেজের গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত «» শান্তিগঞ্জে উজানীগাঁও বাসস্টেন্ডে উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে মতবিনিময় সভা «» রাস্তা দখল নিয়ে সংঘর্ষে আহত- ৩০



জগন্নাথপুরে হামলায় আহত প্রবীণ শালিসি ব্যক্তি

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শালিস বৈঠকে ন্যায়ের পক্ষে রায় প্রদান করায় হামলার শিকার হয়েছেন বারিক উল্লাহ নামের এক প্রবীণ শালিসি ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, হবিবপুর আশিঘর গ্রামের মিনহাজ মিয়া ও আবু বক্কর এর লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে সম্প্রতি-স্থানীয় শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ন্যায়ের পক্ষে রায় প্রদান করেন প্রবীণ শালিসি ব্যক্তি বারিক উল্লাহ। ফলে বিরোধটি নিস্পত্তি হলেও শালিসি ব্যক্তি বারিক উল্লাহ মিনহাজ পক্ষের রোষানলে পড়ে যান।
এরই জের ধরে ৫ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয় পেরুয়া ব্রিজের উপর মিনহাজ পক্ষের হামলায় গুরুতর আহত হন শালিসি ব্যক্তি বারিক উল্লাহ (৭৬)। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের মিনহাজ মিয়া সহ ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
আহত শালিসি ব্যক্তি বারিক উল্লার পুত্র সামাজিক ব্যক্তিত্ব শাহিন মিয়া বলেন, আমার বাবা স্থানীয় বিচার পঞ্চায়েতে সব সময় ন্যায়ের পক্ষে কথা বলেন। তাই বলে একজন প্রবীণ মানুষকে মারপিট করা কোন অবস্থায় কাম্য নয়। তবে বড় ধরণের সংঘর্ষ এড়াতে আইনের আশ্রয় নিয়েছি। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ