ইয়াকুব মিয়া :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা মাওলানা মামুনুল হক আজ দীর্ঘ তিন বৎসর যাবত বিনা দূষে কারাগারে বন্দী রয়েছেন, তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত রয়েছেন ঈদের পূর্বে অবিলম্বে মাওলানা মামুনুল হক্ব কে মুক্তি দিন, অন্যতায় ঈদের তাওহীদি জনতা কে সাথে নিয়ে পরে বৃহৎ আন্দোলন গড়ে তুলে মামুনুল হককে মুক্তি করেই ছাড়ব ইনশাআল্লাহ। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগ মাওলানা মামুনুল হক্ব এর মুক্তি ও তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহীনের সভাপতিত্বে শাখা সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় শুক্রবার (১৮ রমযান) জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মুফতি মাওলানা আকমল হুসাইন, মাওলানা রিয়াজ উদ্দীন রাজু, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা ফজল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল বাসিত, উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ৮ নং আশারকান্দী ইউনিয়ন সভাপতি ক্বারী নজরুল ইসলাম, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সহ সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন, পৌর শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শাহ আজিজুল করীম, জমিয়ত নেতা মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, হাফিজ সালমান আহমদ, মাওলানা আলীনুর, মাওলানা শায়েখ মাহমুদ প্রমুখ।