আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে জয়াসেন গুপ্তা এমপির মত বিনিময়

আল-হেলাল, সুনামগঞ্জ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শাল্লা উপজেলার তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ সমর্থক ও নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা (দিরাই-শাল্লা) উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। রবিবার (২১ মে) বিকেলে দিরাই উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কালাই মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস,এমদাদুল হক,সাংগঠনিক সম্পাদক রান্টুলাল দাস,দপ্তর সম্পাদক অরিন্দম,প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের মনির,যুবলীগের সাবেক সভাপতি তকবীর হোসেন,কৃষকলীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরী,বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রমুখ।
এর আগে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি। আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণবের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শিশির অধিকারীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিরাজ উদ দৌলা তালুকদার, লুৎফুর রহমান এ-ওর মিয়া, এড. অবিরাম তালুকদার, মুক্তিযোদ্ধা রাধা কান্ত দাস,শিবলী আহমদ বেগ,ইশতিয়াক হোসেন মঞ্জু,মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা,হাসান আলী,ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, সৌমেন চৌধুরী,নওশের মনির,আসকর আলী ও ছাত্রলীগ নেতা মিহির দাস প্রমুখ।
সভাগুলোতে ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়,মানুষের ভাগ্যের পরিবর্তন হয়,মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসাসহ দেশের মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার। কিন্তু বিএনপির আন্দোলন উন্নয়ন অগ্রগতিকে বাঁধাগ্রস্থ করার আন্দোলন। তাই বিএনপিকে আজ দেশের মানুষ বিশ্বাস করতে পারছে না। দিরাই-শাল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আদর্শ জনপদ। তাই বিএনপি জামাতকে রুখে দিতে আমি আপনাদের সহযোগিতা চাই। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
পরে শনিবার রাতে দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণ যোগাযোগ সম্পাদক মইনুল ইসলাম ফয়সালের বাড়ীতে যান। সেখানে তিনি ফয়সালের অকাল প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা ও দিরাই থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ