আজ, , ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





এবার আঙুল ছোঁয়ালেই চার্জ হবে মোবাইল

 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :: চ্যাটিং, ভিডিও পোস্ট, ইন্টারনেট ব্রাউজিং, গেমস খেলা, কথা বলা – আপনার স্মার্টফোনটিকে সারাদিন কত কিছুই না সহ্য করতে হয়৷ তাই দিনের শেষে সে যখন ব্যাটারি কমে যাওয়ার ইঙ্গিত দেয়, তখনই আপনার মুখ ভার হয়ে যায়৷ চার্জের জন্য মোবাইলকে হাতছাড়া হতে দিতেও ইচ্ছে করে না৷ এবার সে সমস্যাও মিটতে চলেছে৷ কী ভাবছেন? পাওয়ার ব্যাঙ্কের কথা? নাহ্৷ বেশিরভাগ সময় পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চার্জ করলে তা আপনার হ্যান্ডসেটটির ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে৷ তাহলে কীভাবে? শীঘ্রই স্ক্রিনে টাচ করলে চার্জ হয়ে যাবে আপনার মোবাইল!

মোবাইল চার্জের জন্য বিজ্ঞানীরা এক অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন৷ কাগজের মতো পাতলা একটি ডিভাইস তৈরি করা হয়েছে৷ মানুষ নড়াচড়া করলেই সেই ডিভাইসে শক্তি উৎপাদন হবে৷ অর্থাৎ মানুষের শরীর থেকে উৎপন্ন শক্তি ঢুকে যাবে ওই ডিভাইসে৷ যার ফোনের স্ক্রিনের উপর রাখতে হবে৷ এবার স্ক্রিন যত ইচ্ছা টাচ করুন৷ আপনার মোবাইল চার্জ হতে থাকবে৷

বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ন্যানোজেনারেটর৷ LCD টাচ স্ক্রিনে ইতিমধ্যেই এই পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা৷ ব্যাটারির সাহায্য ছাড়াই অনায়াসে চলবে আপনার মোবাইল৷ মানুষের গতিশীলতাকে কাজে লাগিয়েই এই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা৷ পাতলা কাগজের মতো হলেও এতে বেশ কয়েকটি সূক্ষ স্তর থাকবে৷ যা রুপো, পলিমাইডের মতো বস্তু দিয়ে তৈরি৷ প্রতিটি স্তরে থাকবে চার্জ পার্টিক্যাল৷ তাই ডিভাইসটি যত বেশি ভাঁজ করা যাবে, তত বেশি শক্তি উৎপন্ন হবে৷ বিভিন্ন মাপে ডিভাইসটি পাবেন স্মার্টফোন ব্যবহারকারীরা৷

এখানে ক্লিক করে শেয়ার করুণ