আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





এবার আঙুল ছোঁয়ালেই চার্জ হবে মোবাইল

 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :: চ্যাটিং, ভিডিও পোস্ট, ইন্টারনেট ব্রাউজিং, গেমস খেলা, কথা বলা – আপনার স্মার্টফোনটিকে সারাদিন কত কিছুই না সহ্য করতে হয়৷ তাই দিনের শেষে সে যখন ব্যাটারি কমে যাওয়ার ইঙ্গিত দেয়, তখনই আপনার মুখ ভার হয়ে যায়৷ চার্জের জন্য মোবাইলকে হাতছাড়া হতে দিতেও ইচ্ছে করে না৷ এবার সে সমস্যাও মিটতে চলেছে৷ কী ভাবছেন? পাওয়ার ব্যাঙ্কের কথা? নাহ্৷ বেশিরভাগ সময় পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চার্জ করলে তা আপনার হ্যান্ডসেটটির ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে৷ তাহলে কীভাবে? শীঘ্রই স্ক্রিনে টাচ করলে চার্জ হয়ে যাবে আপনার মোবাইল!

মোবাইল চার্জের জন্য বিজ্ঞানীরা এক অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন৷ কাগজের মতো পাতলা একটি ডিভাইস তৈরি করা হয়েছে৷ মানুষ নড়াচড়া করলেই সেই ডিভাইসে শক্তি উৎপাদন হবে৷ অর্থাৎ মানুষের শরীর থেকে উৎপন্ন শক্তি ঢুকে যাবে ওই ডিভাইসে৷ যার ফোনের স্ক্রিনের উপর রাখতে হবে৷ এবার স্ক্রিন যত ইচ্ছা টাচ করুন৷ আপনার মোবাইল চার্জ হতে থাকবে৷

বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ন্যানোজেনারেটর৷ LCD টাচ স্ক্রিনে ইতিমধ্যেই এই পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা৷ ব্যাটারির সাহায্য ছাড়াই অনায়াসে চলবে আপনার মোবাইল৷ মানুষের গতিশীলতাকে কাজে লাগিয়েই এই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা৷ পাতলা কাগজের মতো হলেও এতে বেশ কয়েকটি সূক্ষ স্তর থাকবে৷ যা রুপো, পলিমাইডের মতো বস্তু দিয়ে তৈরি৷ প্রতিটি স্তরে থাকবে চার্জ পার্টিক্যাল৷ তাই ডিভাইসটি যত বেশি ভাঁজ করা যাবে, তত বেশি শক্তি উৎপন্ন হবে৷ বিভিন্ন মাপে ডিভাইসটি পাবেন স্মার্টফোন ব্যবহারকারীরা৷

এখানে ক্লিক করে শেয়ার করুণ