আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





সেলফি ছবি তোলাকে কেন্দ্র করে ৫ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

ডেস্ক রিপোর্ট :: সেলফি তোলা নিয়ে কিশোরদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুইপক্ষের পাঁচ গ্রামাবাসীর মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের কুমার নদের সুলিনা ব্রিজের উপর নাওরা গ্রামের কয়েকজন কিশোর দাঁড়িয়ে সেলফি তুলছিল। এ সময় একই ইউনিয়নের গুণপালদী গ্রামের এক কিশোরের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুই গ্রামের কিশোরদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরে গুণপালদী গ্রামের কয়েক কিশোর সুলিনা বাজারে গেলে নাওরা গ্রামের কিশোররা তাদের মারধর করে। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী। সংঘর্ষে এক পক্ষে গুণপালদী গ্রাম ও অপর পক্ষে নাওরা, অপরপট্টি, শুয়াদী, চান্দ্রা গ্রামবাসী অংশ নেয়। ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত ১৮ জনকে শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত গুণপালদী গ্রামের  মাজেদ মোল্লার ছেলে ওবায়দুল মোল্লা (৪৬), অপরপট্টি গ্রামের আব্দুর রহমান মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বর (২২), নাওরা গ্রামের হাসেম মাতুব্বরের ছেলে আজিজুল মাতুব্বর (৪৫)-কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত ১৫ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আলগী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মজিবর মুন্সী বলেন, সুলিনা ব্রিজের উপর আমার ওয়ার্ডের নাওরা গ্রামের কয়েকজন ছেলে মোবাইলে সেলফি তুলছিল। তখন গুণপালদী গ্রামের এক ছেলে মোটরসাইকেল চালিয়ে আসছিল। এ সময় মোটরসাইকেলে ধাক্কা লাগে সেলফি তোলা এক কিশোরের। এ নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ