jagannathpurpotrika-latest news

আজ, , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সুদখোরদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন এমপি এমএ মান্নান «» কৃষকের স্বার্থে ধানের দাম বেঁধে দেওয়া হবে «» কানাডায় উচ্চশিক্ষা: সিলেটিদের যা জানা জরুরি «» কিশোরীর ‘রক্ষক’ হলো ভক্ষক, পুলিশ ধরলো লম্পটকে «» সারা দেশে ৩ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি! তবে সিলেটের জন্য ‘সুখবর’ «» স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকিতে নিরুপায় স্বামী! «» সিলেট প্রেসক্লাবের উৎসবমুখর নির্বাচন: ইকু সভাপতি, সিরাজ সম্পাদক «» স্কুলছাত্রী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার «» মন্ত্রী-এমপির স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে আ.লীগের নির্দেশনা «» শান্তিগঞ্জে প্রাণী সম্পদ বিভাগের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে হাঁস মোরগ গবাদি পশুর পালনের বিকল্প নাই-এম এ মান্নান



দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট :: ধানের চারা (হালি) কাটা নিয়ে বিরোধে সংঘর্ষে দু’পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেও উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাকড়াকান্দি গ্রামের তাজুল মিয়া ও বারিক মিয়ার লোকজনের মধ্যে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধানের চারা কাটা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের টেটাবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় পলাশ মিয়া, সমসু মিয়া, রুবেল মিয়া, রেনু মিয়া, নুরুল হক, দূর্জয়, সায়েল মিয়া, রাজু মিয়া, আরিফ হোসেন, হাফিজুর রহমান, মলাই মিয়া, লুৎফুর রহমান, আফজল হোসেন, বদরুল আমিন, রাজু আহমেদ, সজল হোসেল, আরিফ মিয়া, আতিকুর রহমান, গফুর মিয়া, ময়না মিয়া, আব্দুল হক, কাইয়ুম মিয়া, রুমেল মিয়া, হাসিম মিয়া, শাহিদুর মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ