ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুইটি ইউনিয়ন পরিষদে সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ও আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে পাটলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছায়াদুর রহমান (ফুটবল) প্রতীকে ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লায়েছ মিয়া (মোরগ) প্রতীকে ৩৬১ ভোট পান। আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে মরনী রানী রায় (হেলিকপ্টার) প্রতীকে ৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাহমিদা বেগম (কলম) প্রতীকে ৭২৬ ভোট, শাপলা বেগম (মাইক) প্রতীকে ৬৫২ ভোট, আলেয়া বেগম (তালগাছ) প্রতীকে ২৫৩ ভোট পেয়েছেন।

জগন্নাথপুরে দুই ইউনিয়ন পরিষদে সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন
16 মার্চ 2023, 11:20 অপরাহ্ন |
পোস্টটি ২২৪ বার পড়া হয়েছে




