আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





জগন্নাথপুরে দুই ইউনিয়ন পরিষদে সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুইটি ইউনিয়ন পরিষদে সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ও আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে পাটলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছায়াদুর রহমান (ফুটবল) প্রতীকে ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লায়েছ মিয়া (মোরগ) প্রতীকে ৩৬১ ভোট পান। আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে মরনী রানী রায় (হেলিকপ্টার) প্রতীকে ৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাহমিদা বেগম (কলম) প্রতীকে ৭২৬ ভোট, শাপলা বেগম (মাইক) প্রতীকে ৬৫২ ভোট, আলেয়া বেগম (তালগাছ) প্রতীকে ২৫৩ ভোট পেয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ