jagannathpurpotrika-latest news

আজ, , ২রা রমযান, ১৪৪৪ হিজরী

সংবাদ শিরোনাম :


ছাতকে মেহেরুন নেছা একাডেমিতে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী সভা

ছাতক প্রতিনিধি :: ছাতকের গনেশপুর মেহেরুন নেছা একাডেমিতে অনুষ্টিত হয়েছে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী সভা। শনিবার সকাল থেকে একাডেমির মাঠে শুরু হয় পিঠা উৎসব। নানা ধরনের বাহারি পিঠা-পুলির আয়োজন ছিলো এ উৎসবে।পরে শিক্ষার্থীদের মধ্যে নাচ-গান, মিউজিক, কমেডি, হামদ-নাত,কবিতা আবৃতি, ইংলিশ ভাষা শিক্ষার বিভিন্ন কৌশল অবলম্বনে প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

দুপুরে মেহেরুন নেছা একাডেমির প্রিন্সিপাল-পরিচালক আশরাফুল আলম রুম্মানের সভাপতিত্বে এবং একাডেমির ভাইস প্রিন্সিপাল তানিয়া তাবাসসুমের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল। প্রধান আলোচক ছিলেন,ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন,শিক্ষক একরাম হোসেন সজল। আরো বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,ইউপি সদস্য বাহার উদ্দিন, সিরাজ মিয়া, সদস্যা হাজেরা বেগম প্রমুখ।

অনুষ্টানের শেষে একাডেমির পক্ষ থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে তানিয়া তাবাসসুম,শ্রেষ্ঠ অভিভাবক (পুরুষ) কাউসার মাহমুদ ও শ্রেষ্ঠ অভিভাবক (মহিলা) তাজিবুন নেছার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মেহেরুন নেছা একাডেমির শিক্ষক নাজমা আক্তার নাজমুন,নাজিয়া আক্তার নাজু,সাফিয়া বেগম, মারজিয়া আক্তার তিথী,সুমাইয়া আনজুম মীম,ফারিয়া আক্তার তান্নি, নীপা দাস,তাহমিনা বেগম সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ