ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান, সুনামগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম জগন্নাথপুর- শান্তিগঞ্জের জনপ্রিয় ব্যক্তিত্ব ও সুনামগঞ্জের একটি পরিচিতি নাম সৈয়দ তালহা আলম। জনতার চেয়ারম্যান সৈয়দ তালহা আলমের মাতা- শাম্মি আলম সিলেটের সম্ভ্রান্ত জমিদার “মজমাদার” পরিবারের মেয়ে এবং উনার মামা এহতেশাম বখত মজুমদার দরগাহের খাদেম ও কোষাধ্যক্ষ ছিলেন, বর্তমানে আমেরিকা প্রবাসী।

হযরত শাহজালাল (রহঃ) সিলেট বিভাগের আনাচে কানাচে ইসলামের আলো পৌছিয়ে দিয়েছেন এবং ওলিকুলের অন্যতম। উনার দরগাহে প্রতিদিন লক্ষ লক্ষ মুসাফির আসেন। তালহা আলম রাজনীতি, ব্যবসা ও চাকরিতে সাফল্যের পর এই দায়িত্ব তার অভিজ্ঞতাকে আরো সমৃদ্দ করবে। সৈয়দ তালহা আলম জানান, “আমার মামার বড় ভাগ্নে আমি এবং মামার সাথে জীবনে অনেকবার ছায়া হিসেবে দরগাহে গিয়েছি। দরগাহের মুসাফিরদের সিন্নি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং আজকে উন্নয়নের মাধ্যমে দরগাহকে এই পর্যায়ে নিয়ে আসাকে দরগাহের মোতওয়াল্লী সহ খাদেমগন নিরলস পরিশ্রম করে গেছেন। তাদের একজন হতে পেরে আমি সৌভাগ্যবান।” সৈয়দ তালহা আলম সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।










