ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইবনে সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। শাখার সেক্রেটারি নূরে আলম ও বায়তুলমাল সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হাসানুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক আ. খ ম ইউনুস, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা: আব্দুল্লাহ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ,
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরী, লেখক- গবেষক ও বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামা, ডেফ্যোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ ও লেকচারার মোহাইমিন পাটওয়ারি, ঢাকার ঐতিহ্যবাহী বিনত বিবি সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি শহিদুর রহমান মাহমুদাবাদী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মোহসিন উদ্দিন মাহমুদ, অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, অফিস ও ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শিশু-কিশোর সংগঠন অংকুরের নির্বাহী সম্পাদক কাজী আরিফুর রহমান, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি শেখ সাব্বির আহমদ, খেলাফত মসজিদ ময়মনসিংহ মহানগরীর সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এডভোকেট এনায়েত রাব্বি একরাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এ.বি.এম শহিদুল ইসলাম। এছাড়াও ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দিন, দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমেদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুশফিকুস সালেহীন, ঢাকা কলেজ সভাপতি সামিউল হাসান রনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরী, গাজীপুর মহানগরী ও নারায়ণগঞ্জ মহানগরীর বর্তমান ও সাবেক দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।