আজ, , ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত- উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে «» বিদেশ যাওয়ার টাকার জন্য ভাতিজিকে অপহরণ, গ্রেফতার ২ «» তরুণীকে ৬ টুকরো করে নদীতে ফেলে দেন প্রেমিক «» ইতালির সড়কে ঝড়ল নাঈমের স্বপ্ন «» ব্যাংকে টাকা না পেয়ে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা «» পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত «» জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার- ৪ «» অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের নাগরিক সংগঠনের স্মারকলিপি প্রদান «» ছাতকে পিতার সাথে অভিমান করে পুত্রের আত্মহত্যা «» সুনামগঞ্জ- ৩ আসনে নিজেকে বিএনপির প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার





কবরস্থানে নবজাতকের কান্না শুনে উদ্ধার করলেন শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক :: কবরস্থানে সুনশান নিরবতা। মায়ের কবর জিয়ারতে যান এক যুবক। জিয়ারতের মাঝখানে হঠাৎ শুনতে পান নবজাতকের কান্না। ভড়কে যান ওই যুবক। যুবকের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। কবরস্থানে পাওয়া যায় কান্নারত নবজাতকটিকে। কিন্তু কাছে যেতে ভয় পাচ্ছিলেন অনেকে। এসময় এগিয়ে যান তাহমিনা নামের এক স্কুলশিক্ষিকা। পরম মমতায় কোলে তুলে নেন নবজাতকটিকে। সোমবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজঘিলাছড়া গ্রামের কবরস্থান থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। কবরস্থান থেকে নবজাতক উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে একনজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। পরে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষিকা তাহমিনা ও এলাকার লোকজন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, শিশুটির বয়স ১ দিন হবে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে। শিশু উদ্ধারের বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব জানান, হাসপাতালে শিশুটি ভর্তি আছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। মা-বাবার সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ