আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন «» ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ডে, আদালতে জুতা ও ডিম নিক্ষেপ «» দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ আনাস «» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন





জগন্নাথপুরে মসজিদ কমিটি নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত- ১, আহত ৫০

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি জামে মসজিদ ও হিফজ শাখার পরিচালনা কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামে। জানা গেছে, গ্রামের হযরত শাহজালাল জামে মসজিদ ও মরহুম হাজী মোঃ খুশি মিয়া হিফজ শাখার পরিচালনা কমিটি নিয়ে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর সোমবার বাগময়না তাজপুর গ্রামের সুজাত মিয়া ও আবদুলকাছ এর লোকজনের মধ্যে প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বড় ধরণের কোন হতাহতের আগেই স্থানীয় শালিসি ব্যক্তিরা উভয়কে সরিয়ে দিলে আর সংঘর্ষ হয়নি। এরই জের ধরে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে আবারো দুই পক্ষের লোকজন মাইকিং করে সংঘর্ষে লিপ্ত হন। প্রায় ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ সুজাত মিয়া (৭০) সুলফির আঘাতে মৃত্যুবরণ করেন। যদিও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডা. সৃজনা সরকার তমা তার মৃত্যু নিশ্চিত করেন। সংঘর্ষে আহতরা হলেন, জাবেদ আলী, রেকুল মিয়া, সুনু মিয়া, মহিম মিয়া, সেজুল মিয়া, লিটন মিয়া, হেলাল মিয়া, আবদুল মোমিন, কাজল মিয়া, মারুফ মিয়া, জয়নাল আবেদীন, জুনেদ আলী, হোসেন মিয়া ও সেকুল মিয়া। এর মধ্যে ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়রা জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ