আজ, , ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত- উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে «» বিদেশ যাওয়ার টাকার জন্য ভাতিজিকে অপহরণ, গ্রেফতার ২ «» তরুণীকে ৬ টুকরো করে নদীতে ফেলে দেন প্রেমিক «» ইতালির সড়কে ঝড়ল নাঈমের স্বপ্ন «» ব্যাংকে টাকা না পেয়ে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা «» পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত «» জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার- ৪ «» অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের নাগরিক সংগঠনের স্মারকলিপি প্রদান «» ছাতকে পিতার সাথে অভিমান করে পুত্রের আত্মহত্যা «» সুনামগঞ্জ- ৩ আসনে নিজেকে বিএনপির প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার





ঢালাও মামলায় বিব্রত সরকার: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :: ৫ আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়ার বিষয়টিকে সঠিক মনে করছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। ৫ আগস্টের পর থেকে এখনো ঢালাওভাবে গায়েবি মামলা হচ্ছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর। এ সংকট মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। এ সময় বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, বিচার প্রশাসনে রাজনৈতিক্করণ ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। ২০০৮ সালে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয় বলেও জানান তিনি। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে আইন উপদেষ্টা বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তাতে সরকার আশাবাদী। বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে, তা বাস্তবায়ন করা হলে বিচার বিভাগে কোনো সমস্যা থাকবে না। পরবর্তী সময়ে নতুন আইনে প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ হবে বলেও জানান তিনি। এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ফরিদ আহমেদ শিবলী বলেন, দ্রুতই কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ