আজ, , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ’র নির্দেশে থানার সেকেন্ট অফিসার এস আই সজিব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের মৃত উমর আলী খানের ছেলে নুর আলী খান (৪৮)। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। পুলিশ জানায়, সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার একটি মামলায় আওয়ামী লীগের সহ- দপ্তর সম্পাদক নুর আলী খানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আওয়ামী লীগ নেতা নুর আলী খানকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ