আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





ক্ষমা মহত্বের লক্ষণ ক্ষমা করি ভাই

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

সহসা কাজ করে যাই,
ভালো মন্দ বুঝার চেষ্টা করি নাই,
সমাজে জ্ঞানী গুণি রয়েছেন জ্ঞানের চিহ্ন পাই নাই,
তাতে জ্ঞানী গুণির কদর হয় নাই।

দায়িত্ব মানুষকে ছোট করে রাখে ভাই,
দায়িত্ব থাকায় দায়িত্বশীল ব্যক্তি সবার কথা শুনতে হয় তাই,
সমাজে বড় হতে ছোট থাকতে হয় ভাই,
এ জন্য অন্যের ভালো মন্দ মেজাজ সহ্য করে নিতে হয় তাই,
সমাজে দায়িত্বশীল ব্যক্তি সবার কথা শুনতে ভাই,
রাগ হিংসা অহংকার ছেড়ে দিতে হয় তাই।

সমাজে ওই দিন শান্তি ফিরে আসবে ভাই,
নিজের স্বার্থ ত্যাগে অন্যেরা শান্তি ভোগ করবে তাই,
ক্ষমা মহত্বের লক্ষণ ক্ষমা করি ভাই,
আখেরাতে শান্তি পাব মিলে মিশে থাকি তাই,
পরিবারে সমাজে প্রতি হিংসা করি যদি ভাই,
সে হিংসা আমায় প্রকৃতি ফিরে দিবে তাই।

লেখক: কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ