নিজস্ব প্রতিবেদক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার ৯৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রোববার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এ কমিটি অনুমোদন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার ৯৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সিলেট মদন মোহন কলেজের শিক্ষার্থী ইমনদ্দোজা আহমদকে আহবায়ক, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসানকে সদস্যসচিব, সিলেট এমসি কলেজের রুহি আক্তারকে মুখ্য সংগঠক ও সুনামগঞ্জ সরকারি কলেজের মো. রুহুল আমিনকে মুখপাত্র করা হয়েছে। এ কমিটিতে ৯ জনকে যুগ্ম- আহবায়ক, ৮ জনকে যুগ্ম-সদস্যসচিব, ১১ জনকে সংগঠক ও ৬৭ জনকে সদস্য করা হয়েছে। জানা গেছে, সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে এবার সুনামগঞ্জ জেলায় ৯৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের তৃতীয় আহবায়ক কমিটি।
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
১১ নভেম্বর ২০২৪, ২:২৬ পূর্বাহ্ন |
পোস্টটি ১৭৬ বার পড়া হয়েছে