আজ, , ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ঢালাও মামলায় বিব্রত সরকার: আইন উপদেষ্টা «» জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা «» মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে দিনব্যাপী সেবাগ্রহীতা কর্মশালা «» পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক «» জগন্নাথপুরে মসজিদ কমিটি নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত- ১, আহত ৫০ «» ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন ইউএনও’র মতবিনিময় «» সাংবাদিক কাজী মমতাজের পিতা মাহমুদ আলীর ২৫তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» কঠোর হচ্ছে ব্রিটেন, বিপাকে বাংলাদেশিরাও «» প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রকে অপহরণ, তরুণী গ্রেফতার «» কবরস্থানে নবজাতকের কান্না শুনে উদ্ধার করলেন শিক্ষিকা





যুক্তরাজ্য যাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার

ডেস্ক রিপোর্ট :: পিছিয়ে গেল চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রা। স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরও শারীরিক অবস্থার কারণেই চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক। আজ শুক্রবার (৮ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার দেশ ছাড়ার কথা ছিল। তবে পিছিয়ে গেল দিনক্ষণ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানিয়েছেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তারেক রহমানসহ পুরো পরিবার। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও দলীয় নেত্রীর অপেক্ষায় আছেন। ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। ছাত্র-জনতার বিপ্লবের পরে সবশেষ ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ‘প্রথমে তাকে লন্ডনে নেয়া হবে। সেখানে স্টেওভারের পরে মাল্টি ডিসেপ্ল্যানারি মেডিকেল সেন্টার যে দেশে রয়েছে, সেখানে নেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে চিকিৎসার জন্য যাবেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও তার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। তার সঙ্গে চিকিৎসক-নার্সসহ আত্মীয়-স্বজন যারা যাবেন, তা জানানো হয়েছে। খোঁজ-খবর নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের লিভারট্রান্সপ্লান্ট করতে হবে। এটি যুক্তরাষ্ট্রে মাত্র দু-একটি সেন্টার রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ