আজ, , ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে ইনাত নগর স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইনাত নগর স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টিমের জার্সি উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ভবের বাজার ক্লাব কার্যালয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী আলা মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের কর্যকরি কমিটির সদস্য মোঃ সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসি, ইনাত নগর স্পোর্টিং ক্লাব- এর ডাইরেক্টর মোঃ আব্দুল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আকিক মিয়া, সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ তাজুদ আলী, ভবের বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক দিলতাজ মিয়া।

 

 

এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী রসাইদ আহমদ, আব্দুল হামিদ, সমাজকর্মী সুমন মিয়া, ইনাত নগর স্পোর্টিং ক্লাবের কর্যকরি পরিষদের সদস্য সেলিম মিয়া, চানু মিয়া, হারিক মিয়া, খালিক মিয়া, মঈনুল ইসলাম, মোজ্জামিল আহমদ, মোহাম্মদ আলী, রুহুল আমিন, জিকো আহমদ, হাসান আহমদ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য যুক্তরাজ্য প্রবাসি, ইনাত নগর স্পোর্টিং ক্লাব- এর ডাইরেক্টর মোঃ আব্দুল করিম বলেন, খেলাধুলা আমাদের জীবনের একটি অংশ আমরা সমাজের বিত্তবান প্রত্যেক মানুষ খেলাধূলা প্রতি এগিয়ে আশার প্রয়োজন। তিনি ইনাত নগর স্পোর্টিং ক্লাবের সফলতা কামনা করেন। ইনাত নগর স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ