আজ, , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুর্নীতির মহামারী থেকে দেশকে রক্ষার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি «» ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন «» শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা «» খেলাফত প্রতিষ্ঠার কাজ করে জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করতে চাই- এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী «» ওয়াজ মাহফিল নিয়ে একটি পক্ষের ফায়দা হাসিলের চেষ্টা «» বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন «» কথা বলব ভেবে চিন্তে «» বিশ্বনাথে দেবরের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ ভাবির «» শায়খুল হাদিস রাহ. আজীবন খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন- মাওঃ নুরুদ্দিন «» শান্তিগঞ্জে স্থাপিত হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল: আনুষ্ঠানিক ভাবে ২ কোটি টাকা মূল্যের জায়গা দান করলেন ডা. আবু সাঈদ ও তাঁর সহধর্মিণী ডা. সুলতানা





জগন্নাথপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সারাদেশে ন্যায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচাট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে ও মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচাট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট কো- অর্ডিনেটর ডাঃ আবুল হাসনাত।

প্রকল্পের ফিল্ড কো অর্ডিনেটর ড. মোঃ শফি উল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, প্রকল্পের পরিচালক সামছু উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন ও ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল কমিউনিটিবেইজড ক্লাইমেট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট এস এম জিয়াউল। আলোচনায় গ্রামীণ নারীদের সম্মানিত করা, তাদের কর্মকে গুরুত্ব দেওয়া ও উৎসাহিত করা; পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং পরিবর্তনে গ্রামীণ নারীদের করনীয় বিষয় গুরুত্ব পায়। এসময় বক্তব্য রাখেন, সফল উদ্যোক্তা রোকশান আক্তার খাজা, শাহিদা আক্তার চিশতি, সফল নারী সংগঠক হলুদা আক্তার। আলোচনার পর নারীদের মধ্যে মাছ বাচাই প্রতিযোগিতা, নারীদের হাতে তৈরি হস্তশিল্প ও কুটিরশিল্প প্রদর্শন এবং ছোট্ট সোনামনিদের জলবায়ু সহনশীলতা বিষয়ক ছবি অংকন প্রতিযোগিতা প্রদর্শন হয়। পরে তাদের মধ্যে থেকে পুরস্কারের জন্য ৩ জন করে নির্বাচিত করা হয়। আলোচনা সভা শেষে র‍্যালী বের হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ