ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সিলেট জেলা কমিটি ঘোষণা
- Update Time : ০৩:১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোট :: ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক মো. জোবায়ের আহমেদ রোমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হালিম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিয়াদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম আবিদ। এছাড়া কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন সুমাইয়া আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক আরমান আহমেদ ইমন, মুখ্য সংগঠক শফিউর রহমান কায়েছ এবং সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর খান। কমিটির আহ্বায়ক মো. জোবায়ের আহমেদ রোমান বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি দেশটাকে কীভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। যতটুকু পেরেছি, দেশের জন্য কাজ করতে পেরে আমরা গর্বিত। কিন্তু সমাজে যেভাবে প্রতিনিয়ত ধর্ষণ, নারী নির্যাতন, কলেজ ও পথের মেয়েদের ইভটিজিং হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই বাস্তবতা থেকেই আমাদের নিজস্ব উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সিলেট জেলা কমিটি গঠন করেছি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এই কমিটির মাধ্যমে নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও ধর্ষণের মতো ঘৃণ্য কাজ বন্ধ করা সম্ভব হবে। তবে এর জন্য সিলেটের জনসাধারণ ও আইনের সহায়তাও আমাদের প্রয়োজন। নতুন কমিটির নেতৃত্বে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ সিলেটে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

























