আজ, , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» জগন্নাথপুরে বিয়ের ৪ মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার «» ভিসা কেন্দ্র বন্ধ হওয়ায় দিল্লীর বিকল্প সুবিধা বাড়ছে ঢাকায় «» নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবো: প্রধান উপদেষ্টা «» রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় দাফন করা হবে হারিছ চৌধুরীর লাশ «» মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০ «» দুর্নীতির মহামারী থেকে দেশকে রক্ষার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি «» ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন «» শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা «» খেলাফত প্রতিষ্ঠার কাজ করে জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করতে চাই- এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী «» ওয়াজ মাহফিল নিয়ে একটি পক্ষের ফায়দা হাসিলের চেষ্টা





ওয়াজ মাহফিল নিয়ে একটি পক্ষের ফায়দা হাসিলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে একটি পক্ষ বিসৃঙ্খরা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। তারা বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নাম করে ওয়াজ মাহফিলে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছে। গত মঙ্গলবার মাহফিলের প্রস্তুতি সভায় বিশৃঙ্খলা নিয়ে বৃহস্পতিবার এলাকার লোকজন সমঝোতা সভা করেছেন। আগামি শনিবার এ নিয়ে আবার সভা আহবান করা হয়েছে বলে জানা গেছে।

আগামী ২৩ জানুয়ারি চান্দাইরপাড়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সফলের লক্ষে গত মঙ্গলবার চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদরাসায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় সকলের অংশ গ্রহনের জন্য মাদরাসার পক্ষ থেকে এলাকার বিভিন্ন মসজিদে দাওয়াত দেওয়া হয়। এতে শতস্ফুর্ত অংশ নেন এলাকার লোকজন।

যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিকের সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের পরিচালনায় বক্তব্য দেন এলাকার বিভিন্ন পেশা ও রাজনৈতিক দলের লোকজন। কিন্তু মাদারাসার সাবেক কমিটি সদস্য কাজী মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুমের বক্তব্য প্রদানকালে স্থানীয় কাশিপাড়া গ্রামের জাহেদ আহমদ নামে এক ব্যক্তি বাধা প্রদান করেন। এ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে এবং জাহেদের পক্ষ নিয়ে জাহিদুর রহমান আরশ, জুবের খান ও মোস্তাক আহমদসহ কিছু লোক হট্রগোল সৃষ্টি করেন। খবর পেয়ে দুই ঘন্টার পর বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে।

পুলিশ উভয় পক্ষের বক্তব্য শুনে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার জন্য কমিটি গঠনের পরামর্শ দেয়। পরে ৯ সদস্যের গঠিত কমিটি বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বৈঠক করেন। কমিটিতে রয়েছেন অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক, উপজেলা বিএনপি নেতা হাজী রফিক আহমদ, আজির উদ্দিন, আব্দুল খালিক, জাহিদুর রহমান আরশ, জাহেদ আহমদ ও আসাদুজ্জামান।

মাহফিলে যাদের বক্তা করা হয়েছে তারা থাকবেন এবং মঙ্গলবারের সভায় যারা অপমানিত হয়েছেন তাদেরকে খুশি করার সীদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৃহস্পতিবার বৈঠকে উপস্থিত থাকা উপজেলা বিএনপির সদস্য রফিক আহমদ জানিয়েছেন। তিনি জানান বিষয়টি নিয়ে আগামি শনিবার আবার সভা আহবান করা হয়েছে। মাহফিল হবে তাতে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করুক সেটা চাইনা।

কমিটির এক সদস্য জানিয়েছেন মঙ্গলবারের প্রস্তুতি সভায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের কয়েকজনকে কমিটিতে রাখায় এলাকার লোকজন অবাক হয়েছেন। তিনি জানান একটি পক্ষ নিজের অবস্থান তুলে ধরতে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বিষম্য বিরোধী বলে প্রচার করছে। বাস্তবে মাদ্রাসার ওয়াজ মাহফিল কিংবা এর সাথে জড়িতরা কোনো সময় ছাত্রআন্দোলনের বিপক্ষে ছিলনা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ