আজ, , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ভিসা কেন্দ্র বন্ধ হওয়ায় দিল্লীর বিকল্প সুবিধা বাড়ছে ঢাকায় «» নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবো: প্রধান উপদেষ্টা «» রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় দাফন করা হবে হারিছ চৌধুরীর লাশ «» মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০ «» দুর্নীতির মহামারী থেকে দেশকে রক্ষার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি «» ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন «» শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা «» খেলাফত প্রতিষ্ঠার কাজ করে জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করতে চাই- এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী «» ওয়াজ মাহফিল নিয়ে একটি পক্ষের ফায়দা হাসিলের চেষ্টা «» বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন





কথা বলব ভেবে চিন্তে

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

প্রত্যেক প্রত্যেকের তরে,
নিজের স্থান নিজে গড়ে,
সমালোচনার আগে,
নিজেকে একবার দেখ ভেবে,
কি কাজ করে চলছি নিজে,
উত্তর পেয়ে যাব সহজে।

বসবো সেই জায়গায়,
সম্মান পাব যে জায়গায়,
কথা বলব ভেবে চিন্তে,
অন্যে আঘাৎ না পায় চোখ রেখ সে দিকে,
জীবনে আঘাত প্রতিঘাত আসবে,
জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে,
পাচের লোকে কি বলে?
চোখ ফিরিয়ে চলতে হবে।

জীবনে জয়ী হবে,
ধৈর্যের সাথে ভালোবাসা গড়তে হবে,
আল্লাহকে প্রতিটি কাজে রেখ স্মরণে,
জীবনে শান্তি আসবে মরণে,
সন্দেহ নাই মিলিয়ে দেখেছি ব্যাকরণে।

ভালো কাজে সমালোচনা থাকবেই,
এ সমস্ত কাজে কর্ণপাত না করে এগিয়ে যাবে,
দ্বীন দুনিয়ার মালিক বিচার করবে,
নিজে কিছু পারিনা তাতে মন জলে,
মনকে বড় করে এগিয়ে যাও ভবে,
হাওয়ায় চলে গাড়ি হাওয়া দেয় কে?
মন ভরে ডাক হাওয়া দেয়ার মালিককে।

লেখক:- কাজী ও সাংবাদিক

এখানে ক্লিক করে শেয়ার করুণ