কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
প্রত্যেক প্রত্যেকের তরে,
নিজের স্থান নিজে গড়ে,
সমালোচনার আগে,
নিজেকে একবার দেখ ভেবে,
কি কাজ করে চলছি নিজে,
উত্তর পেয়ে যাব সহজে।
বসবো সেই জায়গায়,
সম্মান পাব যে জায়গায়,
কথা বলব ভেবে চিন্তে,
অন্যে আঘাৎ না পায় চোখ রেখ সে দিকে,
জীবনে আঘাত প্রতিঘাত আসবে,
জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে,
পাচের লোকে কি বলে?
চোখ ফিরিয়ে চলতে হবে।
জীবনে জয়ী হবে,
ধৈর্যের সাথে ভালোবাসা গড়তে হবে,
আল্লাহকে প্রতিটি কাজে রেখ স্মরণে,
জীবনে শান্তি আসবে মরণে,
সন্দেহ নাই মিলিয়ে দেখেছি ব্যাকরণে।
ভালো কাজে সমালোচনা থাকবেই,
এ সমস্ত কাজে কর্ণপাত না করে এগিয়ে যাবে,
দ্বীন দুনিয়ার মালিক বিচার করবে,
নিজে কিছু পারিনা তাতে মন জলে,
মনকে বড় করে এগিয়ে যাও ভবে,
হাওয়ায় চলে গাড়ি হাওয়া দেয় কে?
মন ভরে ডাক হাওয়া দেয়ার মালিককে।
লেখক:- কাজী ও সাংবাদিক