নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখার উদ্যোগে ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ জোহর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা নুরুদ্দিন আহমদ বলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহ. ১৯৮৯ সালে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেন। তিনি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন। ঠিক তেমনি ভাবে সংগ্রাম করে গেছেন, সাবেক সাংসদ মাওলানা ওবায়দুল হক রাহ. প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহ. সহ অনেকেই এজন্য আমাদের সবাইকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করতে হবে। বিগত জালিম সরকারের আমলে বর্তমান আমির আল্লামা ইসমাইল নুরপুরী দলকে এগিয়ে নিতে সারাদেশে কাজ করে গেছেন। দলের মহাসচিব শাইখুল হাদিস ইবনে শায়খুল হাদিস মোদী বিরোধী আন্দোলন করার কারণে বিগত স্বৈর শাসকের রোষানলে পরে মিথ্যা মামলায় তিন বছরের অধিক কারা বরণ করেন। কিন্তু তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। যার জ্বলন্ত প্রমাণ আজ সারা দেশে তাহার জনপ্রিয়তা। জুলাই-আগস্ট এর ছাত্র জনতার বিপ্লবের কারণে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। যারা জুলাই-আগস্টে শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি এবং যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করি। বাংলাদেশ খেলাফত মজলিসে সদ্য যোগদানকারী সাবেক সংসদ মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে দিরাই উপজেলাবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানচ্ছি। দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফ উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল হক’র পরিচালনায় আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ওয়ারিস উদ্দিন, উপজেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা সহ সভাপতি মাওলানা শামসুল হক, কারী সিরাজুল ইসলাম, উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা শাইখুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা আসাদ আহমদ, পৌর সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবিব, উপজেলা যুব মজলিসের দায়ীত্বশিল মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু, মাওলানা শিহাব উদ্দিন, ছাত্র মজলিস জেলা দায়িত্বশীল শায়খ মারুফ হাসান প্রমুখ।
শায়খুল হাদিস রাহ. আজীবন খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন- মাওঃ নুরুদ্দিন
১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন |
পোস্টটি ৮৪ বার পড়া হয়েছে