নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিসে সদ্য যোগদান কারি প্রখ্যাত রাজনীতিবীদ সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন- বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলদেরকে মাঠে ময়দানে বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে, তিনি বলেন আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই, জীবনের শেষ সময় টুকু খেলাফত প্রতিষ্ঠার কাজ করে অতিবাহিত করতে চাই।
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৯ডিসেম্বর) বিকাল ৩টায় জগন্নাথপুরের হাবিবপুর মাদীনাতুল খায়রী আল ইসলামির কনফারেন্স হলে এক জরুরী নির্বাহী বৈঠকে তিনি উপরোক্ত কথা বলেন। নির্বাহী বৈঠকে উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এম সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, সাবেক জেলা সহ সভাপতি মাও. নুরুল আলম খান জাহাঙ্গীর, সেক্রেটারি হা. সৈয়দ জয়নুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি মাওলানা মুহা নুরুজ্জামান, মুফতি আকমল হুসাইন, মাওলানা শামসুল হক্ব, মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, পৌর সেক্রেটারী মাওলানা নুরুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি মাওলানা আবদুল বাসিত, মাওলানা রিয়াজ উদ্দীন রাজু, মাওলাবা আব্দুল হান্নান, মাওলানা আঙ্গুর আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারী নজরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সালিক আহমদ, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, প্রচার সম্পাদক হা. জাহাঙ্গীর বিন হারুন, সহ প্রচার সম্পাদক মাওলানা কাউসার আহমদ চৌধুরী, সহ সমাজ কল্যাণ সম্পাদক খন্দকার রুমেন উদ্দিন, নির্বাহী সদস্য ডা. মুহিবুল ইসলাম, ফারহান আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস উপজেলার সভাপতি হা. শায়েখ আহমদ মামুন প্রমুখ।
খেলাফত প্রতিষ্ঠার কাজ করে জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করতে চাই- এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী
২০ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন |
পোস্টটি ৩৫২ বার পড়া হয়েছে