ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদের নেতৃত্বে একদল সেনাবাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার- রানীনগর গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি দেশীয় মদের দোকানে অভিযান পরিচালনা করে ২৫টি জারে রক্ষিত ৭৪০ লিটার মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮লিটার মদউদ্ধার করা হয়েছে। এ সময় মদের দোকান পরিচালনায় থাকা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিণ ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুরে বিপুল পরিমাণ মদ উদ্ধারসহ গ্রেফতার ২
১৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন |
পোস্টটি ৪৯১ বার পড়া হয়েছে