নিজস্ব প্রতিবেদক :: জামে মসজিদের একটি সোলার ব্যাটারী চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনাটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব হাটবন্দ এলাকায়। এর আগে মসজিদ কমিটির লোকজন তাদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার আকবর আলীর ছেলে মো. কামাল (৪০), একই এলাকার মাসুক মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ ও ইয়াকুবনগর এলাকার আনোয়ার আসেন (৩০)। এই ঘটনায় পূর্ব হাটবন্দ জামে মসজিদ কমিটির সভাপতি জুবেদ আহমদ বাদি হয়ে তিনজনের নামোল্লেখ করে মামলা করেছেন।