ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। উপজেলার রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে রানীগঞ্জ কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বই বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণী অনুষ্ঠান মোঃ কাসেম আলীর সভাপতিত্বে ও আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, প্রভাষক লিটন চন্দ্র, প্রভাষক মিছলুর রহমান প্রমূখ।