ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উপজেলার মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, শ্রীরামসী গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (৪৫) ইন্তেকাল করেছেন। আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে হার্ট অ্যাটাক করে সিলেট নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ। আ.লীগ নেতা বাবুল মিয়ার মৃত্যুতে উপজেলা আওয়ামী, রাজনৈতিক, সামাজিক অঙ্গনসহ বিভিন্ন মহলের শোকের ছায়া নেমে এসেছে।
জানাগেছে, আ.লীগ নেতা বাবুল মিয়ার জানাজার নামাজ মরহুমের ছোট ভাই লন্ডন থেকে দেশে আসার পর জানানো হবে।